• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির কনফারেন্সরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু নাসের জাফর উল্লাহ।

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির বাংলাদেশ ইন্সস্টিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্টের পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে ও এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী অধ্যাপক মিস. নুসরাত রিকজা এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল আনসারী, বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান ও প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল আলম মিয়া, এপ্লাইড হেলথ্ এন্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের কোর্স কোঅর্ডিনেটর জয়া সরকার, আইকিউএসি’র পরিচালক ও এম.এড প্রোগ্রামের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকারিয়া হাবিব, ইউনভার্সিটির সহকারী রেজিস্ট্রার মোঃ রিফাতুল হোসেন প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মোঃ আবু নাসের জাফর উল্লাহ বলেন, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তাদের কাছে আমরা চির ঋণী। মুুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করা সকলের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিজয় কেবল বাঙালির রাজনৈতিক বিজয় নয়, আমাদের হাজার বছরের বাঙালি সাহিত্য ও সংস্কৃতির বিজয়। বিজয় দিবসে আমাদের স্মরণ করতে হবে সেই রক্তের ইতিহাস, দীর্ঘশ্বাসের ইতিহাস যা আমাদের বিজয়ের পথে ধাবিত করেছে। এই বিজয়কে সমুন্নত রাখতে হলে স্বাধীনতা ও মুত্তিযোদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তিনি অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সততা, মমতা, দেশপ্রেম ও দক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

পড়েছেন