Sharing is caring!
শিক্ষার্থীদের গুপ্তহত্যাকারীদের ধরতে তিন উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সার্বভৌমত্ব আন্দোলনের ব্যানারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বাংলাদেশকে সুরক্ষিত রাখতে হলে অভ্যুত্থানকারী বিপ্লবীদের সুরক্ষা দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে ছাত্র গুপ্তহত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলনে নামা হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এক প্রতিবাদ সমাবেশে তারা এ ঘোষণা দেন।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা জানান, দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। হত্যাকারীদের আইনের আওতায় না আনলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এদিকে, সম্প্রতি পাঁচ বিপ্লবীর হত্যাকাণ্ডে জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী এক সংবাদ সম্মেলনে জানান, জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র-জনতাকে জঙ্গিলীগের গুপ্তহত্যা এবং বিপ্লবীদের নিরাপত্তা প্রদানে সরকার ব্যর্থ।
তিনি বলেন, পাঁচজন বিপ্লবীকে হত্যায় জড়িতদের শুধু গ্রেপ্তার নয়, অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি না মানলে আগামী রোববার জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে অনশন কর্মসূচি পালন করবে।
এর আগে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করে একদল শিক্ষার্থী।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। এর দুই দিন পর ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।
৬ পড়েছেন