• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবীতে শিক্ষক সমাবেশ ২২ ডিসেম্বর

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৪
শিক্ষকদের চাকুরী জাতীয়করণের দাবীতে শিক্ষক সমাবেশ ২২ ডিসেম্বর

Sharing is caring!

সিলেট বেসরকারী স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকদের চাকুরী জাতীয়করণের এক দফা দাবীতে আগামী ২২ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় দরগাহ গেইট শহীদ সুলেমান হলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে শিক্ষক সমাবেশ ও ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্টিত হবে ।

শিক্ষক সমাবেশ ও ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন ।
সমাবেশে সভাপত্বি করবেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট, বিভাগীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন তরফদার

অনুষ্ঠান পরিচালনা করবেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট, সিলেট জেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ ফরিদ আহমদ । শিক্ষক সমাবেশে উপস্তিত থাকার জন্য বেসরকারী স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকদের আহবান জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট, বিভাগীয় কমিটির সভাপতি, অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন।

পড়েছেন