Sharing is caring!
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি, হাওড় উন্নয়ন পরিষদের উপদেষ্ঠা ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, হাওড় পাড়ের মানুষ প্রায় প্রতিবছর বাঁধ ভাঙ্গার কারনে অবর্ননীয় কষ্টের মুখোমুখি হয়। বাঁধ ভেঙ্গে ফসলের ব্যাপক ক্ষতি হয়। তাই অবিলম্বে হাওড় রক্ষায় বর্তমান অন্তবর্তী সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানান। তিনি বলেন, ২০২৫ সালের ১৫ই ফেব্রুয়ারির মধ্যে হাওড় বাঁধের কাজ সুস্পন্ন করতে হবে। অন্যথায় হাওড় পাড়ের মানুষ তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে আন্দোলনে নামতে বাধ্য হবে।
হাওর উন্নয়ন পরিষদ সিলেট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হাওড় সুরক্ষা বাঁধ ও হাওড়ের বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে নগরীর জিন্দাবাজারের ইদ্রিছ মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
হাওড় উন্নয়ন পরিষদ সিলেট কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোরঞ্জন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খালেদ মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদারের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাওর উন্নয়ন পরিষদের উপদেষ্ঠা ও দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক এম এ হান্নান, তারল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদার, পরিষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তারা মিয়া তালুকদার, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য আমিনুল ইসলাম চৌধুরী এহিয়া। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শ্যামল চৌধুরী, পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নূর উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম সুহেল, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল ওয়াদুদ, মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, মানবাধিকার কর্মী সাহেদা বেগম প্রমুখ।
৭ পড়েছেন