• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

নতুন ভাইরাস এইচএমপি এখন প্রতিবেশী দেশ ভারতেও

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫
নতুন ভাইরাস এইচএমপি এখন প্রতিবেশী দেশ ভারতেও

Sharing is caring!

নতুন ভাইরাস এইচএমপি এখন প্রতিবেশী দেশ ভারতেও ঢুকে পড়েছে। দেশটিতে এইচএমপি ভাইরাসে আক্রান্ত বেশ কয়েকটি শিশুর খোঁজ পাওয়া গেছে। এমন অবস্থায় মহারাষ্ট্র ও কর্নাটকসহ ভারতের বেশ কিছু রাজ্য সতর্কতা জারি করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, সোমবার ভারতের কর্নাটক, তামিলনাড়ু ও গুজরাটে হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত পাঁচ শিশুর খোঁজ পাওয়া গেছে। এই ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ ঘটনায় উদ্বেগের কোনো কারণ নেই।

আরও পড়ুন – খলাগ্রাম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপকর্ম ও দুর্নীতি বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি

মঙ্গলবার (৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সংক্রমণ এড়াতে হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা, মাস্ক পরা, একই রুমাল বার বার ব্যবহার না করা, সাবান ও স্যানিটাইজার ব্যবহার করা, অসুস্থ ব্যক্তির থেকে দূরে থাকাসহ বিভিন্ন নির্দেশনা ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

এ ছাড়া সোমবার কর্নাটক, গুজরাট ও মহারাষ্ট্র সরকারসহ ভারতের বিভিন্ন রাজ্য সতর্কতা জারি করেছে এবং জনগণকে আশ্বস্ত করেছে, শঙ্কার কোনো কারণ নেই। ভারত সরকার ইতোমধ্যে রাজধানীতে সমস্ত হাসপাতালকে শ্বাসযন্ত্রের অসুস্থতার সম্ভাব্য বৃদ্ধি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বয়স্ক ও শিশুরা এই ভাইরাসের সংক্রমণের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। ২০২০ সালের করোনা মহামারির পর এইচএমপিভি নতুন সংকট তৈরি করতে পারে।

তারা মনে করছেন, ভাইরাসটির সংক্রমণ ঠান্ডা জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ সৃষ্টি করে, যা গুরুতর অবস্থায় নিউমোনিয়া পর্যন্ত গড়াতে পারে। সঠিক পদক্ষেপ না নিলে শীতের এই সময়ে ভাইরাসটি আরও সক্রিয় এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

সংক্রমণ ও উপসর্গের দিক থেকে কোভিড-১৯ বা করোনাভাইরাসের সঙ্গে ‘মিল’ থাকায় এইচএমপিভিও করোনার মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে।

১৫ পড়েছেন