• ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই রজব, ১৪৪৬ হিজরি

জুয়েলারি দোকান থেকে বেশ কয়েক ভরি স্বর্ণ চুরির অভিযোগ

admin
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫
জুয়েলারি দোকান থেকে বেশ কয়েক ভরি স্বর্ণ চুরির অভিযোগ

Sharing is caring!

আল হামরা শপিং সিটির একটি জুয়েলারি দোকান থেকে বেশ কয়েক ভরি স্বর্ণ চুরির অভিযোগ পাওয়া গেছে।

সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে কত ভরি স্বর্ণ চুরি হয়েছে এর কোনো সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। নুরানি জুয়েলারির মালিককে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

বুধবার দিবাগত (৯ জানুয়ারি) রাত অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময় এক অথবা একাধিক চোর আল হামরার নুরানি জুয়েলারি নামক দোকানের শাটারের তালা ভেঙে স্বর্ণ চুরি করে নিয়ে যায়।

যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায় চোর।চুরির বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।

পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- প্রায় ২০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকানির মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক একটি মিটিংয়ে থাকায় এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১৫ পড়েছেন