Sharing is caring!
পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথে এলাকার ৪ শতাধিক অসহায়-অস্বচ্ছল শীতার্ত মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসী ও স্থানীয়দের অর্থায়নে ওই শীতের কম্বল বিতরণ করা হয়।
পূর্ব বিশ্বনাথ সোসাইটির আহবায়ক শেখ আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত শীতের কম্বল বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান, সাবেক সহ সভাপতি আব্দুস সাত্তার, বৃক্ষ প্রেমিক আব্দুল গাফ্ফার উমরা মিয়া, শেখ হাবিব উল্লাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মনির মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ হাবিব উল্লাহ দাখিল মাদ্রাাসার সুপার মাওলানা সাইদুর রহমান। এসময় অনুষ্ঠানে সমাজসেবী শাহ মুজিবুর রহমান, কবির মিয়া, শানুর আলী, সংগঠক আব্দুস সালাম, মনোয়ার হোসেন মুন্না প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন পূর্ব বিশ্ব¦নাথ সোসাইটির সদস্য আব্দুল মালিক হান্নান, ইলিয়াস মাহমুদ, শেখ ফজর রহমান মেম্বার, তানবীর হোসেন মেম্বার, নাজিম উদ্দিন রাহিন মেম্বার, শামীম আহমদ, আব্দুল মোমিন মামুুন, আবুল কালাম রুনু, আমির আলী, আসাদুজামান নূর আসাদ, সংগঠক হাবিবুর রহমান, তানিমুল ইসলাম তানিম, প্রবাসী কামাল হোসাইন।
৭ পড়েছেন