• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

পুলিশের ইউনিফর্ম পরে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫
পুলিশের ইউনিফর্ম পরে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার

Sharing is caring!

পুলিশের ইউনিফর্ম পরে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাকরিচ্যুত পুলিশ সদস্য মো. হাকিম উদ্দিন (৩০), মো. শহিদ (৩৫) ও আল আমিন মাতুব্বর (২২)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ২০মিনিটের সময় হাতিরঝিলের চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাকিম উদ্দিন জানান, তিনি বাংলাদেশ পুলিশের সাবেক সদস্য। ২০২২ সালে চাকরিচ্যুত হন তিনি। চাকরি চলে যাওয়ার পর অপর গ্রেপ্তারকৃতদের সঙ্গে নিয়ে পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজি করতেন হাকিম উদ্দিন। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে পুলিশের ইউনিফর্মের একটি শার্ট, একটি প্যান্ট, এক জোড়া অক্সফোর্ড স্যু, একটি পুলিশের ট্র্যাকসুট, একটি পুলিশের রিফ্লেকটিং ভেস্ট, ইউনিফর্মের বিভিন্ন উপকরণ, একটি পিস্তল কভার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, তিনজন লোক হাতিরঝিলের চৌধুরী পাড়ার ৩৬ নং ওয়ার্ড এলাকার একটি বাসার সামনে মোটরসাইকেলযোগে এসে পুলিশের পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু করা হয়েছে।

পড়েছেন