Sharing is caring!
আট দফা দাবিতে সরব সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। দাবি আদায় না হলে ২৬ জানুয়ারি থেকে সিলেটে শ্রমিক কর্মবিরতির ঘোষনা দিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মহানগরের দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ সংগঠনের কার্যালয়ে জরুরী সভার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া।
তিনি জানিয়েছেন, দাবিগুলো আদায়ের লক্ষে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ আগামী ২০ জানুয়ারী হুমায়ুন চত্ত্বরে বিশাল শ্রমিক মহাসমাবেশ করবে। ঘোষিত আট দফা দাবি ২৫ জানুয়ারির মধ্যে না মানলে ২৬ জানুয়ারি থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করা হবে।
আট দফা দাবিগুলো হলো-
*ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধে যানবাহনে মাত্রাতিরিক্ত জরিমানা সহনশীল পর্যায়ে নিয়ে আসতে হবে।
*সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দিতে হবে ও সিলেটের সকল সিএনজি চালিত যানবাহনের গ্যাস লোডে দীর্ঘ সুত্রিতার সমাধান দিতে হবে।
*প্রশাসনের লোক ছাড়া কেহ যেন লোড ট্রাক না আটকায় তাহার ব্যবস্থা নিতে হবে এবং হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে।
*বিভিন্ন যানবাহনের শ্রেণি বিন্যাসকৃত ২০২৩ইং সালে প্রণীত গেজেট বাতিল করতে হবে।
* সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থবিরুধী আইন অবিলম্বে বাতিল করতে হবে।
*সিলেটের সকল পরিবহন শ্রমিক নেতা ও শ্রমিকদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার।
*সকল লোড ট্রাক আটকিয়ে চালকদের হয়রানি বন্ধ করতে হবে।
*মেয়াদ উত্তীর্ণ সকল সেতুর টোল বিশেষ করে এমএ খাঁন লামাকাজি সেতুর টোল আদায় বন্ধ করতে হবে।
৪ পড়েছেন