• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর আর্দশের পরীক্ষিত কর্মী ছিলেন’

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২২
বঙ্গবন্ধুর আর্দশের পরীক্ষিত কর্মী ছিলেন’

Sharing is caring!

সিলেট এইজ: জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এক শোক বার্তায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আকমল হোসেন ছিলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের এক পরিক্ষিত কর্মী। তাঁর রাজনৈতিক বিচক্ষণতা ও জনমানুষের প্রতি তাঁর সম্পৃক্ততা তাকে বার বার জনপ্রতিনিধির আসনে বসিয়েছে। সাম্প্রতিক উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনকল্যাণে নিয়োজিত ছিলেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ব্যক্তিগতভাবে আমি আকমল হোসেন কে একজন সৎ নির্ভিক পরিচ্ছন্ন রাজনীতিবীদ হিসেবে চিনি। তাঁর অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকহাত ও শোক সমতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রসঙ্গত, আকমল হোসেনের মৃত্যুর খবর শুনে রাত পৌনে দুইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ছুটে যান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার তাঁর জানাযার নামাজে তিনি উপস্থিত থাকবেন। এদিকে পৃথক এক বিবৃতিতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক।

৪৬২ পড়েছেন