• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে নন্দীরগাও ইউনিয়ন  কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
গোয়াইনঘাটে নন্দীরগাও ইউনিয়ন  কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত

Sharing is caring!

সিলেট এইজ নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গোয়াইনঘাট উপজেলা শাখাকে আরো গতিশীল ও সুসংগঠিত  করার লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাও ইউনিয়ন কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের হল রুমে এ কর্মীসভার আয়োজন করা হয়। গোয়াইনঘাট উপজেলা কৃষকদলের আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদেও সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জিয়া উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি বশির আহমদ, উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির সদস্য হেলাল আহমদ বাদশা, আমির উদ্দিন, নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান, মোঃ জফুর মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাসিম চৌধুরী, ছিফত উল্লাহ, কামাল হোসেন, বাবুল মিয়া, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মুমিন, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা বিরাই মিয়া, আনা মিয়া, সোহেল আহমদ প্রমুখ। এছাড়া সভায় উপজেলা ও ইউনিয়ন কৃষকদলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। আওয়ামী ফ্যাসিবাদে শাসনে অতিষ্ঠ জাতি আজ জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে সমবেত হয়েছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে জোরদার করতে তৃনমূল কৃষকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে হবে। সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্বে নিয়ে আসলে দলীয় কার্যক্রম শক্তিশালী ও সুসংহত হবে।

৫৯১ পড়েছেন