• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশ এ বছর মন্দায় পড়তে যাচ্ছে

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশ এ বছর মন্দায় পড়তে যাচ্ছে

বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশ এ বছর মন্দায় পড়তে যাচ্ছে

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশ এ বছর মন্দায় পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, বিশ্বের তিনটি বড় অর্থনীতি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা মন্থর হওয়ায় গত বছরের তুলনায় ২০২৩ সাল ‘আরও কঠিন’ হতে যাচ্ছে। রোববার সকালে সিবিএস’র সংবাদ অনুষ্ঠান ‘ফেস দ্য নেশনে’ তিনি এ কথা বলেন। খবর- দ্য গার্ডিয়ান।তিনি বলেন, আশঙ্কা করছি, বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দায় পড়বে। এমনকি যেসব দেশ মন্দায় পড়বে না সেসব দেশেও লাখ লাখ মানুষ মন্দার মতো অনুভব করবে।  ইউক্রেইন যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, উচ্চ সুদহার ও চীনে করোনার বিস্তৃতি বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি করায় এমনটা হতে যাচ্ছে বলে তার শঙ্কা। গত বছরের অক্টোবরেই আইএমএফ তাদের আগের পূর্বাভাসের তুলনায় ২০২৩ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি খানিকটা কম হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল।ইউক্রেইনে যুদ্ধ ও মূল্যবৃদ্ধির ধাক্কা সামাল দিতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে দেওয়ায় অক্টোবরে আইএমএফ ২০২৩-এ আগের পূর্বাভাসের তুলনায় বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হবে বলে ইঙ্গিত দিয়েছিল।  এরপর চীন তার ‘শূন্য কোভিড নীতি’ বদলে ফেলে অর্থনীতি সচল করার কাজ শুরু করে। অবশ্য বিধিনিষেধ তুলে ফেলায় দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণও ভয়াবহ আকার ধারণ করেছে।আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক জর্জিয়েভা ২০২৩ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের শুরুটা কঠিন হবে বলেও সতর্ক করেছেন। তিনি বলেন, পরের কয়েকটি মাস চীনের জন্য কঠিন যাবে। চীন, ওই অঞ্চল এবং বৈশ্বিক প্রবৃদ্ধিতে এর প্রভাব হবে নেতিবাচক। আন্তর্জাতিক সংগঠন আইএমএফের সদস্য দেশের সংখ্যা ১৯০। এরা সবাই মিলে বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করে। আইএমএফ অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে আগেভাগে সতর্ক করে থাকে।

৫৪৪ পড়েছেন