Sharing is caring!
সিলেট এইজ: সিলেটের ডিআইজি প্রিজন্সসহ পাঁচ জনকে বদলি করা হয়েছে। কারা অধিদপ্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচ কারা-উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলি কর্মকর্তাদের মধ্যে, বরিশাল বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স টিপু সুলতানকে ময়মনসিংহ বিভাগে, রাজশাহী বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স অসীম কান্ত পালকে খুলনা বিভাগে,খুলনা বিভাগীয় কারা ডিআইজি প্রিজন্স মো. ছগির মিয়াকে সিলেট বিভাগে,ময়মনসিংহের কারা ডিআইজি প্রিজন্স মো. জাহাঙ্গীর কবিরকে বরিশাল বিভাগে এবং সিলেট কারা ডিআইজি প্রিজন্স মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
৬০২ পড়েছেন