Sharing is caring!
সিলেট এইজ ডেস্ক: যাদের নিজেদের নির্বাচন প্রশ্নবিদ্ধ তাঁরা বাংলাদেশের নির্বাচন নিয়ে মাতব্বরি না করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সাংসদ ড.এ.কে. আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন লুকোচুরি হয় না। চাইলে যে কোন দেশ পর্যবেক্ষন করতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপত্র বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষন করার ঘোষণার বিষয়ে জানতে চাইলে সিলেটে এমন মন্তব্য করেন তিনি। রোববার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ টি ই-গেইট স্থাপনের উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন মন্ত্রী। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপত্র নেড প্রেইসের বাংলাদেশের নির্বাচন নিয়ে দেয়া বক্তব্যের বিষয়টি তুলে ধরলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে নানা প্রশ্নের কথা তুলে ধরেন।ওই দেশে এভারেজ ৫০ নিচে ভোট দেয় আর আমাদের দেশে ৭২-৮০ ভাগ লোক ভোট দেয়। আমাদের দেশের নির্বাচন খুবই স্বতঃফুত। ওইসব দেশে নির্বাচনের এক মাসে আগে প্রচার-প্রচারণা শুরু হয় আর আমাদের ১ বছর আগেই শুরু হয়ে থাকে।’মন্ত্রী আরও বলেন, ‘এই দেশের সৃষ্টি হয়েছিল গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। যখন (সত্তরের নির্বাচনে) আওয়ামী লীগ মেজোরিটি পেল, তাদেরকে সরকার গঠন করতে দিল না। তখনই তো আমরা আন্দোলন শুরু করলাম। তারপর জেনোসাইড হওয়ার পর আমরা স্বাধীনতা ঘোষণা করলাম। আমাদের (দেশের) জন্ম হয়েছে ন্যায়বিচার, গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠান জন্য,তুলে ধরার জন্য। এই দেশের প্রত্যেক মানুষের রন্দ্রে রন্দ্রে এই প্রিন্সিপল গুলো আছে। তাই আমাদেরকে অন্যরা মাতব্বরি করে এই পরামর্শ দেওয়ার দরকার নাই। তাঁরা নিজেদের আয়নায় দেখুক। তবে আমরা অঙ্গিকার করেছি, মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গিকার করেছেন যে, আগামী নির্বাচন স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য এবং অংশ গ্রহণমূলক, সবাইকে নিয়ে আমরা করতে চাই, যারা নির্বাচনে আসবেন।’এরআগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে ৬টি ই-গেট এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ই-গেইট চালু হওয়াতে সুবিধাভোগীদের অনেক উপকারে আসবে। বিশেষ করে প্রবাসীরা দেশে আসলে নানা ধরনের দুর্ভোগের মুখে পড়েন।এটি চালু হওয়ায় অনেকটা দুর্ভোগ লাগব হবে। তিনি বলেন,শেখ হাসিনার দিক নির্দেশ বাংলাদেশ পুরো বিশ্বে প্রসংসিত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের বিরাট সংখ্যক মানুষের দ্বৈত্য নাগরিকতত্ব আছে আমাদের যারা ডুয়েল সিটিজেন আছেন তাদেরকে নো ভিসা সার্ভিস আরো বেগবান করতে হবে যাতে করে প্রবাসীরা আরো দ্রæত এই সার্ভিস পায়। পাসপোর্টের জন্য সাধারণ মানুষের হাহাকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন,সময় মত পাসপোর্ট না পেলে জনগণ নানা অভিযোগ করেন তাদের অনেক অভিযোগ সত্য এবং অনেক অভিযোগের সত্যততা থাকে না। তিনি সিলেটে আরেকটি পাসপোর্ট অফিস করার তাগিদ দেন।
৪৭৮ পড়েছেন