Sharing is caring!
সিলেট এইজ: অতীত কর্মকান্ডের জন্য আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে মাফ চেয়ে জনতার কাতারে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল বুধবার (১১ জানুয়ারি) দুপুরে সিলেটে বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সরকার ফ্যাসিবাদের যত উপকরণ আছে সব জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। এ অবস্থায় ১০ দফা দাবি আদায় করে দেশের মানুষকে মুক্তি দিতে হবে। এসময় বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে ও বিএনপির ১০ দফা দাবি আদায়ে আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশেরও ঘোষণা দেন তিনি। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়, খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তিসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার সারাদেশের ন্যায় সিলেটেও গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। দলটির এই কর্মসূচির সঙ্গে যোগ দেয় সমমনা রাজনৈতিক দলগুলোও। আজ সকাল থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন রেজিস্ট্রি মাঠে। সকাল সাড়ে ১১ টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে এই কর্মসূচি শুরু হয়। গণঅবস্থান কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ছাগল, গরু চুরিসহ রিজার্ভ চুরি সব চুরির সাথে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ এখন সব চুরের নিরাপদ আশ্রয়স্থল। এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গণঅবস্থান কর্মসূচির বাইরে অবস্থান নিতে দেখা যায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে।
৪৪৭ পড়েছেন