• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এয়ারপোর্ট থানা হতে বিদায়ী ওসি মাইনুল জাকির’র আবেগগণ স্ট্যাটাস

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৩
এয়ারপোর্ট থানা হতে বিদায়ী ওসি মাইনুল জাকির’র আবেগগণ স্ট্যাটাস

Sharing is caring!

আব্দুল হালিম সাগর : পুলিশের চাকরিতে বদলীজনিত বিদায়টা নিয়ম মাফিক একটি বিষয় । কিন্তু কিছু-কিছু সময়ে কিছু পুলিশ কর্মকর্তা নিজের উপর অর্পিত দায়ীত্বের বাহিরে গিয়েও সমাজের জন্য কিছু ভালো কাজি করেন। ফলে তারা নিজের অজান্তের সকলের মনে স্থান করে নেন । থেমনি একজন সদা হাস্যজ্বল ওসি সিলেট এসএমপিতে দীর্ঘদিন কর্মরত খাঁন মাইনুল জাকির’র বন্ধু বলেন আর ওসি বলেন সহযোগীতার হাত সব সময় যেনো খোলে বসে থাকতেন । সেই মাইনুল জাকির সদ্য এসএমপি থেকে সিলেট রেঞ্জে বদলী হয়েছেন । কিন্তু বিদায় বেলা সকলের মনে নাড়া দিয়ে গেছেন,‘ পাঠকের জন্য একজন বন্ধুবর ওসির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরলাম। “এয়ারপোর্ট থানাবাসি, সকল সফলতা আপনাদের, সকল ব্যর্থতা আমার।আমি খান মুহাম্মদ মাইনুল জাকির, পুলিশ পরিদর্শক (নিঃ) বদলী সূত্রে এয়ারপোর্ট থানা হতে সিলেট রেঞ্জে যোগদানের উদ্দেশ্যে বিদায় নিয়েছি। সিলেট মেট্রোপলিটন পুলিশ এর এয়ারপোর্ট থানায় গত ইং ০৭-০১-২০২১ইং হতে ১৩-০১-২০২৩ইং তারিখ পর্যন্ত অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্ব পালনকালীন সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ এর সুযোগ্য পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, ডিসিবৃন্দ স্যারগণসহ অন্যান্য সিনিয়র অফিসারদের দিক নির্দেশনায় এয়ারপোর্ট থানার সকল অফিসার ফোর্সদের সমন্বয় সিলেট-১ আসনের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, মেয়র মহোদয়, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা,ভাইস চেয়ারম্যানগণ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সিসিকের কাউন্সিলরবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তাগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতায় এয়ারপোর্ট থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আপনাদের নিরাপত্তা বিধানের চেষ্টা করি। আইন-শৃঙ্খলা রক্ষার্থে, সরকারী দায়িত্ব পালনে আপনারা সকলেই আমাকে সর্বোচ্চ সহযোগীতা করেছেন। আমি আপনাদের এই আকুন্ঠ সহযোগিতার কথা আজীবন মনে রাখবো। সরকারি দায়িত্ব পালনকালে যদি কোন অনিচ্ছাকৃত ভ‚ল হয়ে থাকে অথবা কাউকে প্রত্যাশিত সেবা প্রদানে ব্যর্থ হয়ে থাকি অথবা কাউকে মনের অজান্তে কোন কষ্ট দিয়ে থাকি তাহলে তাহা নিজ গুনে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আপনারা আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদান্তে, খান মুহাম্মদ মাইনুল জাকির, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট” এই লেখাটি ফেইসবুকে বেশ নাড়া দিয়েছে। আমাদের প্রত্যাশা বন্ধু হিসাবে নয় একজন পুলিশ কর্মকর্তা হিসাবে যেখানে যাবেন, সেখানেই নিজের উপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অবহেলিত নির্যাতিত মানুষের জন্য কাজ করে যাবেন।

৮০৮ পড়েছেন