• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সরকার দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে : সিলেটে প্রবাসী কল্যানমন্ত্রী

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৩
সরকার দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে : সিলেটে প্রবাসী কল্যানমন্ত্রী

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সরকার দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে, সরকারের সফলতা জনগণ ভোগ করছে। জনগণের সহজতর যোগাযোগ গড়ে তুলতে আজ পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল প্রকল্প করেছে, কৃষিতে অপার সম্ভাবনা বিদ্যমান থাকায় সরকার দ্রুত কৃষিকে আধুনিকায়ন করেছে। মান্ধাতার আমলে কৃষি ব্যবস্থাপনা বাদ দিয়ে সহজতর ও যান্ত্রিকীকরণের মাধ্যমে আজ আধুনিক কৃষি ব্যবস্থাপনা জনগণের মাঝে প্রতিষ্ঠা করেছে। দেশের ক্রীড়াঙ্গনকে সময়োপযোগী করে এবং ব্যাপক উন্নয়ন করে ভালো খেলোয়াড় তৈরি ও ভালো প্রশিক্ষণ ব্যবস্থা করেছে। আজকে দেশের ক্রীড়াঙ্গনের বৈপ্লবিক পরিবর্তনের যে চিত্র চোখে পড়ে তার জনক আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, আমাদের ক্রীড়াঙ্গনের স্থপতি ও তার জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন এই দেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক। তিনি শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন,গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন। উপজেলার সবকটি ইউনিয়নের বিভিন্ন স্কুলের সহস্রাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে গোয়াইনঘাট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহমিলুর রহমান। শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় গোয়াইনঘাট উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় দেড় হাজার শিক্ষার্থী  অংশগ্রহন করেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই অ্যাথলেটিকস প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি। আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গোয়াইনঘাট সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহমিলুর রহমান। শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় গোয়াইনঘাট উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় দেড় হাজার শিক্ষার্থী  অংশগ্রহন করেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এই অ্যাথলেটিকস প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি। আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। শ্রেনী ভিত্তিক দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। ষষ্ঠ থেকে অস্টম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা ‘ক’ গ্রুপ এবং নবম ও দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা ‘খ’ গ্রুপের হয়ে অংশ নেয় এই প্রতিযোগিতায়।‘ক’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা ১০০ ও ২০০ মিটার দৌঁড়, হাই জাম্প ও লং জাম্পে অংশ নেন। ‘খ’ গ্রুপের ছাত্র-ছাত্রীরা প্রতিদ্বন্দ্বিতা করেন ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌঁড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ, শট পুট, ডিসকাস থ্রো এবং ৪ গুনিতক ১০০ মিটার রিলেতে। অপর দিকে দুপুর ১২ টায় গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল ও ব্যাটমিন্টন প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন মন্ত্রী ইমরান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ভাইস চেয়ার আফিয়া বেগম, সহকারী কমিশনার ভুমি তানভীর হোসেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক,উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রণি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন মাষ্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, এর আগে সকাল ৯ টায় মন্ত্রী ১৫ কোটি টাকা নির্মিত গোয়াইনঘাট মডেল মসজিদ পরিদর্শন করেন। উপজেলার ২জন কৃষকদের মাঝে উপজেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় কম্বাইন্ড হারভেস্টার এবং ৫ জন কৃষকের মাঝে পাওয়ার ড্রেসার সিডার বিতরন করেন মন্ত্রী। অপর দিকে দুপুর ১২ টায় গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল ও ব্যাটমিন্টন প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন মন্ত্রী ইমরান।

৪৮১ পড়েছেন