• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জের সড়কে নিহত ৩ জনের পরিচয় মিলেছে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৩
হবিগঞ্জের সড়কে নিহত ৩ জনের পরিচয় মিলেছে

Sharing is caring!

সিলেট এইজ: হবিগঞ্জের বাহুবলে মহাসড়কে বাস উল্টে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আব্দুল হামিদের পুত্র নাদিম হোসেন (৩৫), চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের সারের কোনা গ্রামের আব্দুস সালামের পুত্র এনজিওকর্মী জামাল মিয়া (৩৪) ও নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাও গ্রামের বাসিন্দা এমরান মিয়া (২৫)। অন্যজন এখনো অজ্ঞাত (৩৫)। এ ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মহাসড়কের বাগানবাড়ি এলাকায় ঘটে এ দুর্ঘটনা। বাহুবল মডেল থানার ইনস্পেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসটি যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। পথে মহাসড়কের বাগানবাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপরেই উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ২০-২৫ জন। আহত অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান একজন। তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, বাহুবল মডেল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের টিমের তৎপরতায় রাত ৯টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

৪৫০ পড়েছেন