• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ওসির শামসুদ্দোহার নের্তৃত্বে ১ মাসে ২৪ ছিনতাইকারীসহ ৮ জুয়াড়ী আটক

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৩
ওসির শামসুদ্দোহার নের্তৃত্বে ১ মাসে ২৪ ছিনতাইকারীসহ ৮ জুয়াড়ী আটক

Sharing is caring!

বিশেষ প্রতিবেদন: সিলেটে (এসএমপি)’র দক্ষিণ সুরমা থানায় যোগদানের পর থেকে থানার নবাগত ওসি শামছুদ্দোহা থানা এলাকার অপরাধ নির্মলে নতুন মিশন নিয়ে নেমেছেন মাঠে। কৌশল পাল্টে বিভিন্ন স্থানে চালাচ্ছেন সাড়াসি অভিযান। ছিনতাই ও জুয়া, মাদকের আসর বন্ধ করতে নিজেই নামেন মাঠে। থানায় যোগদানের পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ প্রায় ২৪ জন পেশাদার ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন তিনি। বিগত ওসির সময় কালে দক্ষিণ সুরমা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড বৃদ্ধি পেলে সেখানে নবাগত ওসি হিসাবে সামছুদ্দোহাকে পোষ্টিং করা হয়। থানায় যোগদানের পর-পরই তিনি এসএমপির নবাগত পুলিশ কমিশনার ও দক্ষিণ জোনের ডিসি সোহেল রেজার নির্দেশে অপরাধমূলক কর্মকান্ড ধমণ করতে অভিযান শুরু করেন। ইতিমধ্যে অভিযানের সফলতা পুরস্কার হিসাবে গত সম্প্রতি তিনি এসএমপির শ্রেষ্ট ওসি নির্বাচিত হন। থানার অভিযানের ধারাবাহিকতায় তিনি দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেশাদার প্রায় ২৪ জন ছিনতাইকারীকে আটক করেন। যাদের কারণে সাধারণ পথচারীসহ দক্ষিণ সুরমার মানুষ অতিষ্ট্য হয়ে পড়েছিলো। অভিযানের ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে দক্ষিণ সুরমার নাজিরবাজারের লাল মিয়ার ছয় ভাই রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে ৮ জন পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, নাজিরবাজার এলাকার ঝাজর গ্রামের লোকমান মিয়া (৩৫), কুতুবপুর গ্রামের মো. উজ্জল মিয়া (৩০), একই গ্রামের মো.পংকি খান (৩০) ও আমির আলী (৪৪), এবদালপুর গ্রামের মো.রাজু মিয়া (২৭), আবদিতপুর গ্রামের মো. কয়েছ মিয়া (২২), মাঝপড়া গ্রামের জালাল (৪০) এবং বিশ্বনাথের বাওনপুর গ্রামের আকছার আহমদ (২১)কে আটক করে। আটককৃতদের কাছ থেকে ৭ হাজার ১৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।
সূত্র জানায়, গত ৩০ মার্চ দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত¡রস্থ গ্রীণ লাইন বাস কাউন্টার সংলগ্ন এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ, তারা ওই সময় ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। গ্রেফতারকৃতরা হলেন, সিলেট নগরীর শাহপরাণ থানার টিকরপাড়া গ্রামের বাসিন্দা আজিজুর রহমান (৪৫), খাদিমপাড়া গ্রামের মোঃ ইদ্রিছ আলী (৩৫), শিবগঞ্জ সোনারপাড়া এলাকার বাসিন্দা সায়মন (২২) ও পীরেরবাজার বলাকা আবাসিক এলাকার ফারহান আহমদ (২৪)। গত ২৪ মার্চ রাত আনুমানিক পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) মো. আবুল হোসেনের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রেল গেইটস্থ রসমেলা মিষ্টির দোকানের সামনে থেকে ঝাড়– নামের এক ছিনতাইকারীকে আটক করে। আটক ছিনতাইকারী চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন আহমদ নগর গ্রামের (বর্তমানে-বারখলা, আহাদ মিয়ার কলোনী, থানা-দক্ষিণ সুরমা) মৃত তাজু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার) আইনে মামলা (মামলা নং-২০/৫১, তাং-২৫/০৩/২০২৩ ইং) দায়েরপূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ছিনতাইকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে।
দক্ষিণ সুরমা থানা এলাকায় গত বুধবার দিবাগত রাত ১টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -৯ (র‌্যাব) এর সদস্যরা পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পিকআপ ভ্যানসহ ছিনতাইকালে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে- ওসমানীনগর থানার চুনারপাড়া গ্রামের আনোয়ার ওরফে হাসন আলীর পুত্র আরজ আলী (২৩), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার নয়াগাও গ্রামের আবুল কালামের পুত্র সুমন আহমদ (১৮), একই জেলার মাধবপুর থানার গোলনাগর গ্রামের কাশেম মিয়ার পুত্র মো. রুবেল হোসেন (২০)। তারা নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় বসবাস করে আসছে। এছাড়া গত ৩ এপ্রিল সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার চার ছিনতাইকারী হলেন, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সিকান্দরপুর গ্রামের মৃত ছোয়াব উল্লাহর ছেলে ইমন আহমদ (২৬), জগন্নাথপুর উপজেলার শিদরপাশা গ্রামের মো. শাহনূর মিয়ার ছেলে সিকদাউর রহমান ওরফে সুমন মিয়া ওরফে রুপন (২৫), সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে কামাল মিয়া (৩২) ও কুমিল্লা জেলার বরুড়া থানার নলুয়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. এনামুল হক (২৬)।

৪৩৮ পড়েছেন