Sharing is caring!
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি ( অটোরিক্সা) ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন।নিহত যাত্রী মজনু মিয়া (৪০) আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র ও নুর জাহান বেগম (৫০) একই গ্রামের মৃত আব্দুল আওয়াল মিয়ার স্ত্রী।শুক্রবার (১৪ এপ্রিল) বিকাল ৪টায় জেলা সদর হবিগঞ্জ যাওয়ার পথে শুটকী ব্রিজ সংলগ্ন মোড়ে বেপরোয়া পিক আপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হলে তারা নিহত হন। এতে আরও অন্তত ৩জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তথ্য নিশ্চিত করেছেন বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু হানিফ।
৪০০ পড়েছেন