• ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

প্রযোজকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা শার্লিনের

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৩
প্রযোজকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা শার্লিনের

Sharing is caring!

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শার্লিন চোপড়া শ্লীলতাহানির অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার মুম্বাইয়ের জুহু থানায় মামলা দায়ের করেন তিনি। ইন্ডিয়ান পেনাল কোড ৩৫৪, ৫০৬, ৫০৯ ধারায় মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।টাইমস নাউ ডটকম জানিয়েছে, অর্থের বিনিময়ে ভিডিও চাওয়া হয় এ অভিনেত্রীর কাছে। এতে রাজি না হওয়ায় তাকে শ্লীলতাহানি করেন মুম্বাইয়ের এক প্রযোজক । অভিনেত্রীকে ত্যার হুমকিও দিয়েছেন ওই প্রযোজক। গত বছর যৌন হেনস্তার অভিযোগে পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন শার্লিন চোপড়া। কিন্তু রাখি সাওয়ান্ত সাজিদের পক্ষে দাঁড়ান এবং শার্লিনকে নিয়ে মিমিক্রি করেন। তারপরই রাখি-শার্লিনের মাঝে তৈরি হয় দ্বন্দ্ব, যা আদালত পর্যন্ত গড়ায়। যদিও রাখির সঙ্গে এ জটিলতার অবসান ঘটেছে।২০০২ সালে তেলুগু ভাষার সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন শার্লিন। পরের বছরই তামিল সিনেমায় কাজ করেন। ২০০৫ সালে ‘টাইম পাস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। পরবর্তীতে ‘দোস্তি’, ‘জওয়ানি দিওয়ানি’, ‘গেম’, ‘দিল বলে হারিপ্পা’, ‘কামসূত্র থ্রিডি’, ‘ওয়াজাহ তুম হো’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন শার্লিন।

৪৫৯ পড়েছেন