• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জৈন্তাপুরে মাদক বিরোধী অভিযানে বিদেশি মদসহ ০২ জন গ্রেফতার

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৩
জৈন্তাপুরে মাদক বিরোধী অভিযানে বিদেশি মদসহ ০২ জন গ্রেফতার

Sharing is caring!

সিলেট এইজ :  পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখেছে সব রকম অপরাধ ধমনে মাঠে নেমেছে সিলেট জেলা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে চলছে বিশেষ অভিযান। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১৫ এপ্রিল) সকালে জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত সংবাদে অভিযান চালিয়ে জৈন্তাপুর থানাধীন ৪নং দরবস্ত ইউনিয়নের অন্তর্গত দরবস্ত বাজার এলাকা থেকে ২১ বোতল বিদেশী মদ উদ্ধারসহ দুজনকে আটক করেন। আটককৃতরা হলো, সোহাগ আহমদ(২০), পিতা-মো জুয়েল মিয়া সাং- লাখাডঙ্গি থানা: শাহপরান জেলা-সিলেট এবং রাহাত আহমদ (১৯) পিতা মৃত রফিকুল ইসলাম সাং- আল মদিনা থানা শাহপরান জেলা সিলেট।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, তাদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

৫৬৫ পড়েছেন