Sharing is caring!
সিলেট এইজ নিউজ: সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার ও জুয়া খেলায় জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ এপ্রিল ২০২৩ ইং রাতে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন দিক নির্দেশনায় জকিগঞ্জ থানাধীন ০৯নং মানিকপুর ইউনিয়নের অর্ন্তগত কালীগঞ্জ বাজারস্থ দক্ষিণ গলি ইসলাম উদ্দিনের পান দোকানের জুয়ার আসর থেকে জকিগঞ্জ থানার এসআই মোহাম্মদ জসীম উদ্দীন এর নেতৃত্বে ০৫(পাঁচ) জুয়াড়িকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী, মোঃ ইসলাম উদ্দিন (৩২), পিতা-নিয়াজ আলী, সাং-খলাদাপনিয়া( মাতারগ্রাম), ২। নজমুল হোসেন (২৩), পিতা-মৃত আব্দুল শাকুর, সাং-জিয়াপুর, ৩। মিজানুর রহমান (২৩), পিতা-মুজিবুর রহমান, সাং-মাতারগ্রাম, ৪। ইমন আহমদ (২১), পিতা-আব্দুল আজিজ, ৫। কয়ছর আহমদ (১৮), পিতা-মৃত আব্দুল মুহিত, উভয় সাং-দর্গাবাহারপুর, সর্ব থানা-জকিগঞ্জ,জেলা: সিলেটদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জাম গাফলা খেলার গুটি ২৮টি, গাফলা খেলার গুটি রাখার কালো টিনের বক্স ০১টি ও নগদ ১০,৪৬০/- (দশ হাজার চারশত ষাট) টাকা এবং ০৫টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। জকিগঞ্জ থানার মামলা নং-১৩, তারিখ-১৬/০৪/২০২৩ ইং, ধরা- ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারা রুজু করা হয়।
৪৬১ পড়েছেন