• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এয়ারপোর্ট থানা পুলিশে কর্তৃক ৩৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক-২

admin
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৩
এয়ারপোর্ট থানা পুলিশে কর্তৃক ৩৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক-২

Sharing is caring!

সিলেট এইজ: এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা ও এয়ারপোর্ট থানা ও মোহাম্মদ মঈন উদ্দিন, অফিসার ইনচার্জ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে, এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেটদের দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ ইব্রাহিম সরকার, এসআই(নিঃ)/গৌতম চন্দ্র দাশ, এএসআই(নিঃ)/এখলাছুর রহমান, এএসআই(নিঃ)/সামসুল আলম সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৭/০৪/২০২৩ইং তারিখ দেড় ঘটিকার সময় ঘটনাস্থল এয়ারপোর্ট থানাধীন লালবাগ রায়হান রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী ১। মোঃ আব্দুর রহমান (৩২), পিতা-মৃত তেরাব আলী, সাং-হরিশ্যাম, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান সাং-মীরাপাড়া, থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেট, ২। মামুনুর রশীদ (৩২), পিতা-ফারুক রশীদ, সাং-উত্তর দাউরাই, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-আরামবাগ, থানা-শাহপরাণ(রহঃ), জেলা-সিলেটদ্বয়ের হেফাজত হইতে সর্বমোট ৩৭০(তিনশত সত্তর) বোতল ফেন্সিডিল, যাহার মূল্য অনুমান ৩,৭০,০০০/-টাকা এবং মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি কার্গো ট্রাক, যাহার রেজিঃ নং-বগুড়া ট-১১-০৯২৬ এবং একটি মোটরসাইকেল, যাহার রেজিঃ সিলেট ল-১১-৬৩১৮ উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিলে ঘটনাস্থলে জনাব সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ), জনাব অলক কান্তি শর্মা, সহকারী পুলিশ কমিশনার, এয়ারপোর্ট থান, এসএমপি, সিলেট উপস্থিত হন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

৪২৩ পড়েছেন