Sharing is caring!
বিনোদন ডেস্ক : শেষ হয়েছে বিশ্ব ফুটবলের মহারণ। ইতিহাসের সেরা ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ ঘরে তুলেছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এই দলের এবং লিওনেল মেসির বিরাট ভক্ত দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তাই মেসিরা চ্যাম্পিয়ন হতেই স্বামী শরীফুল রাজের কাছে বড় বায়না করে বসলেন তিনি।
বিশ্বকাপ শুরুর পরই রাজকে পরীমনি বলেছিলেন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে তাকে নিয়ে লিওনেল মেসিদের দেশে ঘুরতে যাবেন। রবিবার রাতে মেসি বাহিনীর জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি পরীমনি। রাজের কাছে আবদার করে তিনি ফেসবুকে লেখেন, ‘এখনো বোকার মতো কেঁদে চলেছি। রাজ আমাকে তাড়াতাড়ি আর্জেন্টিনা নিয়ে চলো।’
নায়িকা হওয়ার পর আমেরিকা, থাইল্যান্ড, দুবাই, কাতারসহ বিশ্বের অনেক দেশই ঘুরেছেন পরীমনি। এবার তিনি স্বামী রাজ এবং পুত্রসন্তান শাহীম মহম্মদ রাজ্যকে নিয়ে যেতে চান সদ্য ফুটবল বিশ্বকাপ জয়ী ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনায়। স্ত্রীর আবদার রাজ পূরণ করবেন কিনা, তা অবশ্য তিনি কমেন্টে জানাননি।
এদিকে, দিন কয়েক আগে স্বামী রাজকে নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন পরীমনি। তার দাবি ছিল, রাজ নাকি শুটিং করতে গিয়ে সম্পর্কে জড়িয়েছেন আরেক আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে। তবে সে বির্তক এখন অনেকটাই ধামাচাপা পড়ে গেছে। সুখে সংসার করছেন মিম। স্বামী-সন্তান নিয়ে পরীমনিরও আপাতত সুখের সংসার।
৪৭৭ পড়েছেন