• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের শাল্লায় চুরির দায়ে দুই জনকে জেল হাজতে প্রেরন

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২২
সুনামগঞ্জের শাল্লায় চুরির দায়ে দুই জনকে জেল হাজতে প্রেরন

Sharing is caring!

সুনামগঞ্জ শাল্লা উপজেলায় চুরির দায়ে শাল্লা থানা পুলিশ দুই পেশাদারি চোরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। ২১ ডিসেম্বর (বুধবার) দুই চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

ওই দুই চোর দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে নাসির উদ্দিন (৪৫) ও ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কুতুব উল্লার ছেলে লিয়াকত আলী (৪৬)।

তথ্য সূত্রে জানা যায়, বিগত ১৬ ডিসেম্বর রাতে শাল্লা উপজেলার বাহারা ইউপির ০১ নং ওয়ার্ডের আঙ্গারুয়া গ্রামের অনুকূল চন্দ্র দাশ, সীতেশ চন্দ্র দাশ, রনধীর চন্দ্র দাশ ও রামদয়াল শুক্লবৈদ্যের বাড়িতে চুরি করে তারা। পরে ওই গ্রামের রনধীর চন্দ্র দাশ শাল্লা থানায় লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগের প্রসঙ্গে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ২০ ডিসেম্বর ছাতক উপজেলার মুক্তারপুর ও দিরাই উপজেলার জাহানপুর গ্রাম থেকে ওই দুই চোরকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বাহাড়া ইউপির আঙ্গারুয়া গ্রামের ৪টি বাড়িতে গত ১৬ ডিসেম্বর রাতে চুরি হয়। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় ২০ ডিসেম্বর গভীর রাতে আসামীদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে চুরি হওয়া মোবাইল, নগদ টাকা, গহনা ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। আজ ২১ ডিসেম্বর বুধবার ওদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

৪৪২ পড়েছেন