• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফেইসবুকে অপপ্রচার: গোয়াইনঘাটে মুফতি ওমর ফারুক জিহাদীর মোবাইল ফোন জব্দ

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৩
ফেইসবুকে অপপ্রচার: গোয়াইনঘাটে মুফতি ওমর ফারুক জিহাদীর মোবাইল ফোন জব্দ

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক : সিলেটের সাইবার আদালতে মামলা দায়েরের পর গোয়াইনঘাট থেকে মুফতি উমর ফারুক জিহাদী নামের একজনের মোবাইল ফোন জব্দ করেছেন গোয়াইনঘাট থানা পুলিশ। থানার এসআই ইমরুল অভিযান চালিয়ে মোবাইল ফোনটি জব্দ করেন। অভিযুক্ত ওমর ফারুক জিহাদী গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার মুসলিম নগরের কুনু মিয়ার ছেলে। জব্দকৃত ওমর ফারুকের ফোনে ফেইসবুকের একাধিক ভুয়া ফেইক আইডিসহ ইন্ডিয়ান একটি সিম পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। উমর ফারুক জিহাদী নামে এই ব্যক্তি দীর্ঘদিন থেকে সুস্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সরকারের বিরোধী অপপ্রচারসহ গোয়াইনঘাট-জাফলং এলাকার বিভিন্ন সম্মানিত ব্যক্তির নামে নানা মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছিলেন। যত দুর জানা যায়, ওমর ফারুক জিহাদী খেলাফত মজলিসের মামুনুল হক বলয়ের রাজনীতির সাথে সরাসরি জড়িত রয়েছেন। মুফতি ওমর ফারুক জিহাদী দীর্ঘদিন অপপ্রচার চালালে কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করেনি। সম্প্রতি তার অপপ্রচারের শিকার হয়ে জাফলং বিজিবি ক্যাম্প হাজী সোনা মিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজিম উদ্দিন গত ৭ ফেব্রæয়ারী ২০২৩ ইং তারিখে সিলেট সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। যাহা সাইবার পিটিশন মামলা নং-২৭/২০২৩ ইং। এর কয়েকদিন আগ থেকে মাওলানা ওমর ফারুক মাওলানা নাজিম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালালে তিনি গোয়াইনঘাট থানায় মামলা করতে যান। সে সময় পুলিশ তার মামলা গ্রহণ না করায় তিনি বাধ্য হয়ে সিলেট সাইবার আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশে সম্প্রতি পুলিশ অভিযান চালিয়ে মাওলানা ওমর ফারুক জিহাদীর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেন। সম্প্রতি মাওলানা ওমর ফরুক জিহাদী পুলিশ ভ্যান থেকে দেওয়া মাওলানা মামুনুল হকে বক্তব্যর একটি ভিডিও ক্লিপ ফেইসবুকে পোস্ট করে সরকার বিরোধী অপপ্রচার করে।
তবে এ রির্পোট লেখা পর্যন্ত মাওলা ওমর ফারুক জিহাদীকে রক্ষায় থানা পুলিশের কাছে তদবির শুরু করেছে কতিপয় আরেকটি চক্র। তারা পুলিশকে ম্যানেজ করে জিহাদীর জব্দকৃত মোবাইল ফোনটি থানা থেকে নিয়ে যেতে বিভিন্ন রকম তদবির করে যাচ্ছেন। তবে পুলিশ বলছে যেহেতু জিহাদীর ফোনে গুজব ছড়ানোসহ অনেক ভূয়া ফেইক আইডি খোলে বিভিন্ন লোকের বিরুদ্ধে অপপ্রচারের প্রমান পাওয়া গেছে। সে আলোকে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে এবং আদালতের নির্দেশ পেলে জিহাদীর বিরুদ্ধে পুলিশ এ্যাকশনে যাবে।

৪৫১ পড়েছেন