• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজার কমলগঞ্জে তিন ভারতীয় সাংবাদিকের সাথে শুভেচ্ছা বিনিময়

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২২
মৌলভীবাজার কমলগঞ্জে তিন ভারতীয় সাংবাদিকের সাথে শুভেচ্ছা বিনিময়

Sharing is caring!

কমলগঞ্জ প্রতিনিধি :  বাংলাদেশে সফররত তিন ভারতীয় সাংবাদিকের সাথে কমলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় সভা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভানুগাছ বাজারস্থ প্রেসক্লাব ভবনের হলরুমে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যের তিন সাংবাদিককে শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।

প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত রায়ের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথের পরিচালনায় শুভেচ্ছা বিনিময় উপস্থিত ছিলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও নিউজ বাংলা টিভি’র পরিচালক আব্দুল হান্নান, আসাম রাজ্যের করিমগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এস এম জাহির আব্বাস জনি এবং আসাম রাজ্যের বৃহত্তর পাথারকান্দি সাংবাদিক সংস্থার সহ সভাপতি মলয় কুমার দাস, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাবেক সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, মাসিক চা মজদুর সম্পাদক সীতারাম বীন, সাংবাদিক অলক দেব, নির্মল এস পলাশ, আলম আহমদ, সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, রাজকুমার সৌমেন্দ্র সিংহ, মোনায়েম খান, আলমগীর হোসেন, আশরাফ সিদ্দিকী প্রমুখ।

 

৪১০ পড়েছেন