• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটের বালাগঞ্জে জীবনসংঙ্খায় ভোগছেন লন্ডন প্রবাসী জুনায়েদ, বিভিন্ন দপ্তরে অভিযোগ

admin
প্রকাশিত মে ২৭, ২০২৩
সিলেটের বালাগঞ্জে জীবনসংঙ্খায় ভোগছেন লন্ডন প্রবাসী জুনায়েদ, বিভিন্ন দপ্তরে অভিযোগ

Sharing is caring!

সিলেট এইজ: দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে এসে নিজের জীবনের নিরাপত্তাহীনতা সহ সহায় সম্পদ হারানোর আশংঙ্কায় সিলেট বিভাগীয় কমিশনার ও ডিআইজি বরাবরে লিখিত অভিযোগ করেছেন সিলেট জেলার বালাগঞ্জ থানার কলুমা গহরপুর এলাকার মোহাম্মদপুর গ্রামের আহমদ আলী উরফে আলকাছ আলীর ছেলে প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া। তিনি গত ২২/৫/২০২৩ ইং তারিখে সিলেট রেঞ্জের ডিআইজি ও বিভাগীয় কমিশনার বরাবরে এ লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন প্রবাসে ছিলেন, সেখানের কষ্টার্জিত টাকা দিয়ে দেশে কিছু জায়গা-জমি খরিদ করেন। এছাড়া পিতার উত্তরাধিকার সূত্রে কিছু জমির মালিক হন। কিন্তু সেই জমিগুলো জবর দখল করে রেখেছেন ফেঞ্চুগঞ্জ থানার কঠালপুর গ্রামের মৃত মিছির উল্লাহ ছেলে ছালই মিয়া, একই গ্রামের মো: রব্বানীর ছেলে জমির উল্লাহ, কিজির মিয়ার ছেলে হাফিজ মিয়া ও বালাগঞ্জ থানার কুকরাইল গ্রামের মহরম আলীর ছেলে আব্দুল খালিক (৪২) সহ ১০/১২ জনের একটি সঙ্গবদ্ধ চক্র। তারা জুনায়েদ মিয়াকে প্রাণে হত্যাসহ তার সহায় সম্পত্তি জোরপূর্বক গ্রাস করে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে তাকে হয়রানী ও শারিরিক নির্যাতন নিপিড়ন করে যাচ্ছে। বেশ কয়েক বছর থেকে নিজের কিনা ও পৈত্তিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি গ্রাস করে নিতে অপচেষ্টায় লিপ্ত থাকার পাশাপাশি জুনায়েদ মিয়াকে প্রাণে হত্যা করতে একাধিকবার হামলাও করে চক্রটি।
এর আগে জুনায়েদ মিয়া দেশে অবস্থানকালে এই চক্রের বিরুদ্ধে একাধিক মামলা-মোকদ্দমা দায়ের করেন। ভুমি খেকোচক্রের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় গত ২৯/১/২০২৩ ইং তারিখে সিলেট আদালতের লিফটে উঠার সময় জুনায়েদকে একা পেয়ে উল্লেখিত ব্যক্তিরা শারিরিক ভাবে নির্যাতন করে,এসময় উপস্তিত লোকজন তাকে রক্ষা করেন। জুনায়েদ মিয়া হামলার ভয়ে তার নিয়োগকৃত আইনজীবি এডভোকেট রফিক আহমদের চেম্বারে গিয়ে আশ্রয় নিলে সেখানেও উল্লেখিত ব্যক্তিরা গিয়ে তার উপর আক্রমণ করে।
এ ঘটনায় জুনায়েদ মিয়া গত ৩০/১/২০২৩ ইং তারিখে সিলেট কোতয়ালী থানায় মামলা করতে গেলে, পুলিশ তার মামলা গ্রহণ না করে, তার এজাহারটি একটি জিডি আকারে ডায়েরি ভুক্ত করে। যাহা কোতয়ালী থানার ডায়েরি নং ৩২৭৭/২০২৩ ইং। ননএফআর প্রসিকিউশন নম্বর ২৪৬/২০২৩ইং। পুলিশ তদন্ত করে সত্যতা পেয়ে পেনাল কোর্ডের ৫০৬ ধারা মতে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন, যাহা এখন আদালতে বিচারাধিন রয়েছে।
এর আগে উল্লেখিত ব্যক্তিসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে জুনায়েদ মিয়া বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যাহা বালাগঞ্জ থানার মামলা নং ০১/২১ (৭/১২/২০২১) ইং এবং জিআর মামলা নং ৯৯/২১ইং। উক্ত মামলাটিও আদালতে চলমান রয়েছে।
গত ১০ ই মে জুনায়েদ মিয়া সিলেট আদালতে তার ব্যক্তিগত আইনজীবি এড. রফিক আহমদের চেম্বারে যাবার পথে উল্লেখিত ব্যক্তিরা তার উপর আরেক দফা হামলা করে। যার ফলে তিনি নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উল্লেখিত চক্রের বিরুদ্ধে থানায় মামলা করেও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এ প্রবাসী। চক্রটি সুযোগ পেলেই যে কোন সময়ে জুনায়েদকে প্রাণে হত্যাসহ সঙ্গবদ্ধ ভাবে হামলা করতে পারে বলে তিনি আশংঙ্কা প্রকাশ করেন।

৩৮৩ পড়েছেন