• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জুড়ীতে ছাত্রলীগের সংঘর্ষ, সাত নেতা বহিষ্কার

admin
প্রকাশিত জুন ১৬, ২০২৩
জুড়ীতে ছাত্রলীগের সংঘর্ষ, সাত নেতা বহিষ্কার

Sharing is caring!

সিলেট এইজ : জুড়ীতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাত নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে ঘটনার ৯ দিন পরও সেই অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জুড়ী উপজেলা ও কলেজের সাত নেতাকর্মীকে সাময়িক বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই সাত নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন– তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জয়, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য হুমায়ুন রশীদ, আসরাফ উদ্দিন, আলিম উদ্দিন, মামুন আহমদ ও হৃদয় আহমদ। এদিকে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অপারগতা জানিয়েছেন জুড়ী থানার ওসি ও কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার। জানতে চাইলে সহকারী পুলিশ সুপার দিপংকর ঘোষ জুড়ী থানার ওসির সঙ্গে এবং ওসি তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন। তদন্ত কর্মকর্তা হুমায়ূন কবির জানান, অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।৭ জুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জুড়ীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। এ ঘটনায় গত রোববার উপজেলা আওয়ামী লীগের এক নেতার বাসায় উভয় পক্ষকে নিয়ে সমঝোতা হয়। জমা দিতে বলা হয় সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র।

৪৪১ পড়েছেন