• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জাফলংয়ে মাওলানা সাইফের অনৈতিক কর্মকান্ড ফাঁস

admin
প্রকাশিত জুলাই ২, ২০২৩
জাফলংয়ে মাওলানা সাইফের অনৈতিক কর্মকান্ড ফাঁস

Sharing is caring!

বিশেষ প্রতিবেদন: সিলেটের গোয়াইনঘাট উপজেলা জাফলং এলাকায় মাওলানা সাইফের অনৈতিক ঘটনা ফাঁস করায় উল্টো আরেক মাওলানার নামে বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ করে যাচ্ছেন শাহ্ আলম সাইফ নামের ঐ মাওলানা । তিনি গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজারের আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিমের বাড়ির নানু মিয়ার ছেলে । মাওলানা শাহ্ আলম সাইফ চরমুনাই পীরের মুরিদ এবং ইসলামী যুব আন্দোলন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি । স্থানীয় ভাবে তিনি সকলের কাছে মাদ্রাসার শিক্ষক হিসাবে পরিচিত। আলেমের পরিচিতির সূত্র ধরে এলাকার বিভিন্ন নারীর সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে উঠে এবং তিনি তা নিজের মোবাইলে ফোনে ধারণ করে রাখেন । যাতে তার লালসার স্বীকার মহিলারা কারো কাছে কোন প্রকার অভিযোগ বা কোন রকম প্রতিবাদ করতে না পারে । এ রকম রম্যরসের ঘটনায় এখন জাফলং বাজার এলাকার সকলের মোখে মুখে ।

সাইফের বিভিন্ন নারীর সাথে সম্পর্কের ঘটনার জের ধরে সম্প্রতি একই এলাকার আরেক মাওলার সাথে কথাকাঠির এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও নাকি ঘটে । এ নিয়ে আজ রবিবার বিকালে বসছে গোয়াইনঘাট উপজেলা উলামা পরিষদের একটি বৈঠক । তবে এ রির্পোট লেখা পর্যন্ত বৈঠকের কোন খবর পাওয়া যায়নি । যদিও শাহ্ আলম সাইফের বিভিন্ন মহিলার সাথে আপত্তিকর ছবি এ প্রতিবেদকের হাতে এসে পৌছেঁছে । এদিকে সাইফের অভিযোগ তিনি রাতে জাফলং বাজারে ঔষধ আনতে গেলে তার উপরে হামলার ঘটনা ঘটে । তবে স্থানীয়রা বলেন এ সময় হামলার কোন ঘটনা ঘটেনি বাজারে, তবে আরেক হুজুরের সাথে শাহ্ আলম সাইফের কথা কাঠাকাঠি বিষয়টি অবলোকন করেছেন তারা। সাইফের বিভিন্ন কর্মকান্ডের আরো তথ্য সংগ্রহ করতে সরেজমিন অবস্থান করছেন। সম্প্রতি ঢাকায় একটি মহিলা মাদ্রাসার শিক্ষক এরশাদুল হকের প্রতিষ্টিত মহিলা মাদ্রাসার ছাত্রীদের সাথে অনৈতিক কাজের খবরে যখন সারাদেশে চলছে তোলপাড় চলছে। ঠিক সেই সময়ে জাফলং এলাকায় ইসলামী আন্দোলনের এই নেতার মহিলাদের সাথে যুগল ছবি শুভা পাচ্ছে মানুষের হাতে-হাতে । অনেকে মনের সুখে গান করছেন, ভাঙ্গিলো আদরের জোড়া কো-জন বাদী হইয়া। যখন রক্ষক নামের ভক্ষকদের হাতে সমাজের নারীরা অনিরাপদ হয়ে উঠে তখন সমাজের অবস্থান যায় কোথায় ? আলেম নামের এসব জালেমদের লোভ আর লালসায় ভেঙ্গে যায় কত নারী সাজানো সংসার। সরলতার সুযোগ নিয়ে ঘটে একের পর এক অনৈতিক সম্পর্ক। তখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা কিছু শিক্ষকদের নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক বিষয়। কিন্তু লেবাসধারী এসব জালেমদের জন্য সমাজের প্রকৃত আলেমদের মান সম্মান হানী হচ্ছে প্রতিনিয়ত।

৬৭৭ পড়েছেন