Sharing is caring!
বিনোদন ডেস্ক: নিজের অসুস্থতার কারণে এবার হাতে থাকা বলিউড ছবি ছেড়ে দিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কবে নাগাদ শুটিংয়ে ফিরতে পারবেন তা নিশ্চিত করতে পারেননি দক্ষিণ ভারতীয় ছবির এই সুপারস্টার। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বেশ কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন সামান্থা। সেই সময়ই হাসপাতালে চিকিৎসাধীন একটি ছবি পোস্ট করে তিনি মায়োসিটিস রোগে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন তিনি। যে কারণে শুটিং থেকে বিরতি নিতে হয়েছিল তাঁকে। এবার জানা গেল, সেই বিরতি আরও দীর্ঘ হতে যাচ্ছে। কারণ, যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা নেওয়ার পরও সামান্থার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি চোখে পড়েনি। বরং তাঁর স্বাস্থ্যের আরও অবনতি ঘটেছে। অভিনেত্রীর ঘনিষ্ঠজন জানিয়েছেন, চিকিৎসার জন্য তাঁকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হবে। আমেরিকা থেকে মায়োসিটিসের চিকিৎসা করেই দেশে ফিরেছিলেন সামান্থা। কিন্তু সেখানের চিকিৎসা খুব একটা কাজে দেয়নি। যে জন্য সামান্থার মা-বাবা তাঁকে এবার আয়ুর্বেদিক চিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুস্থ হওয়ার পরই সেখান থেকে মেয়েকে দেশে ফিরিয়ে আনবেন বলে তাঁরা জানিয়েছেন। তাই চিকিৎসার জন্য লম্বা বিরতি নিতে হচ্ছে সামান্থাকে। সেটি জেনে এরই মধ্যে বলিউডের কোনো ছবিতে শুটিং করা সম্ভব নয় বলে নির্মাতাদের জানিয়ে দিয়েছেন। যদিও অসুস্থতা নিয়ে এবার আর মুখ খোলেননি সামান্থা। শুধু জানিয়েছেন, চলচ্চিত্রের রুপালি জগৎ থেকে আপাতত নিজেকে সরিয়ে নিচ্ছেন। তবে ভক্তদের জন্য শিগগিরই ক্যামেরার সামনে ফিরে আসতে পারবেন বলেই তাঁর বিশ্বাস।
৫৯৯ পড়েছেন