Sharing is caring!
সিলেট এইজ ডেস্ক : বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরা লিওনেল মেসিদের বরণ করতে রাজধানী বুয়েনস আয়ার্সে আসা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩১ জন আহত হয়েছেন। মঙ্গলবার বরণের সময় এ সংঘর্ষ হয়। খরব বুয়েনস আইরেস টাইমসের। প্রতিবেদনে বলা হয়, মেসিদের বরণ করতে রাজধানীতে প্রায় ৫০ লাখ মানুষ জড়ো হয়। ওই সময় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। আর্জেন্টাইন পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুয়েন্স আয়ার্সের জরুরি চিকিৎসা বিভাগের প্রধান আলবার্তো ক্রিসেন্টি আর্জেন্টাইন বার্তা সংস্থা নোটিশিয়াস আর্জেন্টিনাকে বলেন, ‘বেশিরভাগ আহতকে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারও অবস্থা গুরুতর নয়।মঙ্গলবার রাত ৮টার দিকে বুয়েন্স আয়ার্সের বিখ্যাত ওবেলিস্ক স্মৃতিস্তম্ভে ব্যারিকেড ভেঙে সেটির ওপর উঠে যান মেসিদের বরণ করতে আসা আর্জেন্টাইনরা। পরে পুলিশ তাদের সরাতে গেলে সংঘর্ষ বাধে। ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের সামনে থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। আর্জেন্টিনার রাজধানীর বিভিন্ন জায়গায় মেসিদের বরণ করতে আসা সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। অনেক জায়গাতেই টায়ার পুড়িয়ে, ট্রাফিক লাইট ও ল্যাম্প পোস্ট ভেঙে প্রতিক্রিয়া জানান মেসির ক্ষুব্ধ ভক্তরা।
৬১৪ পড়েছেন