Sharing is caring!
সিলেট এইজ ডেস্ক: কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত সন্দেহে আল আমিন (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের আরজু মিয়ার পুত্র এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের উদ্বোধন হয়েছে বুধবার। সকালে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ মহাসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মহাসড়কটি উদ্বোধন উপলক্ষে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন লাগিয়েছিলো সিলেটের সড়ক ও জনপথ অধিদপ্তর। তবে, রাতের আঁধারে কে বা কারা ছবিগুলো ছিঁড়ে ফেলেছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সওজ। সওজের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী বাদী হয়ে মামলাটি (নং-১১) করেন।বিষয়টি নিশ্চিত করেছেন সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বিষয়টি জানার পরই আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে।এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
৪৭৮ পড়েছেন