Sharing is caring!
সিলেট এইজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় তানযীমুল মাদারিস লি তাহফীযিল কুরআনিল কারীম বাংলাদেশ শিক্ষা বোর্ডের ৪৪তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী বোর্ডের প্রধান কেন্দ্র কুলাউড়া জামেয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ আহমদাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত পরীক্ষায় ৬০টি মাদ্রাসার ৯ শত ৬৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এ শিক্ষা বোর্ডের অধীনে দুই কেন্দ্রে ৮৪টি মাদ্রাসার ১ হাজার ৩ শত ২৪ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র শফি আলম ইউনুস, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আনসার উদ্দিন, ইউনিভার্সিটি অফ লন্ডনের সাবেক শিক্ষক আলহাজ শওকতুল ইসলাম শকু, জুড়ীর মুহাদ্দিস মাও. আং সালাম, কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাও. হাফেজ মাহফুজ মাজহারী, খাচারি ও বাদশাগঞ্জ মসজিদের সভাপতি সিরাজ উদ্দিন প্রমুখ। জানা যায়, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষা বোর্ড হিফজুল কুরআন বিভাগের ছাত্রদের পড়াশোনার উন্নতি-অগ্রগতি, শিক্ষাবৃত্তি ও সনদ প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। তানযিমুল কোরআন শিক্ষা বোর্ডটি শুধুমাত্র পবিত্র কোরআনের হাফেজ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। প্রতিবছর গুনগত কোরআন শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তিসহ অনান্য কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে এ শিক্ষা বোর্ড এ শিক্ষা বোর্ডটি প্রতিষ্ঠা করেন প্রবীণ আলেম ও বুযুর্গ হাফেজ মাওলানা ফয়জুর রহমান (র:)। বর্তমানে এটি পরিচালনা করছেন হাফেজ মাওলানা মাহমুদুর রহমান ইমরান।এ ছাড়া জামেয়া মুহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার পরীক্ষা চলাকালে হল পরিদর্শনকারী কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আনসার উদ্দিন ও ইউনিভার্সিটি অফ লন্ডনের সাবেক শিক্ষক আলহাজ শওকতুল ইসলাম শকুসহ ৩ অতিথিকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
৪৩৪ পড়েছেন