• ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খুলনায় সমাবেশে নেতাকর্মী ও জনতা জড়ো হয়েছেন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৪
খুলনায় সমাবেশে নেতাকর্মী ও জনতা জড়ো হয়েছেন

খুলনায় সমাবেশে নেতাকর্মী ও জনতা জড়ো হয়েছেন

Sharing is caring!

খুলনায় বিএনপি আয়োজিত গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী ও জনতা জড়ো হয়েছেন। খুলনা ও তার আশপাশের উপজেলা থেকে বিএনপির ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রামপাল মোংলা থেকে বিশাল মিছিল সহকারে সমাবেশ অংশ নেওয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান বাংলানিউজকে বলেন, বিএনপির সমাবেশ ঘিরে খুলনায় নেতাকর্মী ও জনতার ঢল নেমেছে। বিএনপির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীতীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর মহানগরীর শিববাড়ি মোড়ের পুরো এলাকা।য় পতাকা নিয়ে উল্লাস করছেন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইতোমধ্যে খুলনার সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

১৫৬ পড়েছেন