• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আবারও বাংলাদেশে শুটিং করছেন পার্নো মিত্র

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
আবারও বাংলাদেশে শুটিং করছেন পার্নো মিত্র

Sharing is caring!

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। আবারও বাংলাদেশে শুটিং করতে এসেছেন। গতকাল (২১ ডিসেম্বর) থেকে তিনি শুটিং করছেন। বিএফডিসির একটি শুটিং ফ্লোরে আজ শেষ হবে তার শুটিং। সিনেমাটি কলকাতার পরিচালক শিবরাম শর্মা নির্মাণ করছেন। সিনেমাটির নাম ‘সুনেত্রা সুন্দরম’।এদিকে চলতি বছরের ২৩ মার্চ কলকাতায় শুটিং শুরু হয়েছিল ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমাটির। এর গল্প আবর্তিত হয়েছে এক নারী স্কলারকে নিয়ে। তিনি কিডনির সমস্যায় ভুগছেন। ফলে তার প্রস্রাবের বেগ হয় ঘন ঘন। চেষ্টা করলেও চেপে রাখতে পারেন না। সমস্যা হয় তখন, যখন অনেক জায়গায় ওয়াশরুম পাওয়া যায় না। এমন একটি সামাজিক অবস্থা নিয়ে এগিয়ে যায় সিনেমা। সিনেমায় সুনেত্রা চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে। আরও আছেন রূপাঞ্জনা মিত্রসহ বাংলাদেশি শিল্পী চুমকি ও নাদিয়া।উল্লেখ্য, এর আগেও কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে নির্মিতব্য সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশের এসেছিলে পার্নো মিত্র। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনা করেছে ডাটা সলিউশন।

৪৫৮ পড়েছেন