Sharing is caring!
সেপ্টেম্বর মাসের ২৮ দিনে রেমিট্যান্স এসেছে ২১১ কোটি ৩১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২০ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় যা ২৫ হাজার ৩৫৭ কোটি ৩২ লাখ টাকা।
রোববার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
সে হিসেবে সেপ্টেম্বর প্রতিদিন রেমিট্যান্স এলো ৭ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ২১৪ ডলার।
তথ্য অনুযায়ী, এ রেমিট্যান্স আগের মাস আগস্ট ও আগের বছর সেপ্টেম্বর মাসের চেয়ে বেশি। তবে চলতি বছরের মে ও জুন মাসের চেয়ে কম।
জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে অর্থ পাঠানো কমিয়ে দেন প্রবাসীরা। ৪ আগস্ট পর্যন্ত এ ধারা অব্যাহত ছিল। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রেমিট্যান্স বাড়তে থাকে। চলতি সেপ্টেম্বর মাসে রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত থাকে।
আগের মাস আগস্টে প্রতিদিন রেমিট্যান্স এসেছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার। আগের বছরের সেপ্টেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ৪ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৩৩৩ মার্কিন ডলার। তবে মে-জুন দুই মাসে রেমিট্যান্স এসেছিল ৮ কোটি ডলার বেশি।
তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৮ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৯ কোটি ২৫ লাখ ৭০ হাজার ডলার।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪২ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লাখ ৪০ হাজার ডলার।
১৩৪ পড়েছেন