Sharing is caring!
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জেলার মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে জেলা পরিষদ অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিম প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তির চেক তুলে দেন। এছাড়াও রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে চেক ও ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যগণ ও সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
৪৩৫ পড়েছেন