• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ৪০ কিশোরী পেল বাইসাইকেল

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ৪০ কিশোরী পেল বাইসাইকেল

Sharing is caring!

সুনামগঞ্জ প্রতিনিধি : শান্তিগঞ্জে ৪০ জন কিশোরীকে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ইএএলজি প্রকল্পের সহযোগিতায় উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে কিশোর-কিশোরী ক্লাবের ৪০ কিশোরীর মধ্যে এই বাইসাইকেল বিতরণ করা হয়। গত বুধবার দুপুরে উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির প্রমুখ।

৪৫৫ পড়েছেন