• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জমে উঠেছে সুনামগঞ্জের বড়ছড়া ও চারাগাঁও শুল্ক স্টেশন

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
জমে উঠেছে সুনামগঞ্জের বড়ছড়া ও চারাগাঁও শুল্ক স্টেশন

Sharing is caring!

সুনামগঞ্জ প্রতিনিধি : জমে উঠেছে তাহিরপুরের দুইটি শুল্ক স্টেশন বড়ছড়া ও চারাগাঁও। বুধবার বিকালে বড়ছড়া জিরো পয়েন্টে ভারত থেকে নেমে আসা ট্রাকবাহী কয়লা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রæপের উপদেষ্টা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন। এ সময় কাস্টম সুপার আবুল হাসেম ভূইয়া, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রæপের কোষাধ্যক্ষ জাহের আলী ও কয়লা আমদানীকারকগণ উপস্থিত ছিলেন। এর আগে চারাগাঁও জিরো পয়েন্ট দিয়ে সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে আমদানী করা ট্রাকভর্তি কয়লা আনুষ্ঠানিকভাবে আমদানী কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রæপের সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার। তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রæপের সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার জানান, ভারতের মেঘালয়ে মামলা জড়িত কারণে দীর্ঘদিন ধরে কয়লা আমদানী বন্ধ ছিল। সম্প্রতি একটি মামলার আদেশে বড়ছড়া ও চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে এলসির কয়লা আমদানী হওয়ার ফলে সীমান্ত এলাকাতে কয়লা পরিবহন কাজে শ্রমিকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। কয়লা আমদানীকারক স্বপন কুমার দাস বলেন, দীর্ঘদিন কয়লা আমদানী কার্যক্রম বন্ধ থাকার কারণে বড়ছড়া ও চারাগাঁও বাজারের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা চলে গিয়েছিল। বড়ছড়া ও চারাগাঁও শুল্ক স্টেশন পুনরায় চালু হওয়াতে বাজারগুলো আবার জমজমাট হয়ে উঠেছে।

৪২৭ পড়েছেন