• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কতিপয় বন্ধু তাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪
কতিপয় বন্ধু তাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে

Sharing is caring!

আলী হোসেন সৌরভ (১৭) নামে টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থী খুন হয়েছে।

শনিবার (২ অক্টোবর) রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। নিহত সৌরভ সদরের ঠেঙ্গামারা তালুকদার পাড়ার আব্দুল মোমিন সাকিদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, খুন হওয়ার ঘণ্টাখানেক আগে ৩টি মোটরসাইকেল যোগে সৌরভের কতিপয় বন্ধু তাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

সৌরভের এক সহপাঠি জানান, রাত সাড়ে ১০দিকে সৌরভ ঠেঙ্গামারায় একটি দোকানে বসেছিল। এসময় দুই যুবক এসে তাকে ডেকে নিয়ে যায়। কিন্তু এর আধাঘন্টা পর একজন সৌরভের স্বজনদের ফোন দিয়ে জানান, সৌরভ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। টিএমএসএস হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার জানান, রাত পৌনে ১২টার দিকে মৃত অবস্থায় সৌরভকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তিনি জানান, তার মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বগুড়া সদর থানার ওসি এসএ মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দু’জন অজ্ঞাত যুবক সৌরভের মরদেহ নিয়ে টিএমএসএস হাসপাতালে যায়। এরপর মরদেহ হাসপাতালে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। তিনি আরও বলেন, সৌরভের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথা থেতলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, গাছের ডাল বা রড জাতীয় কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। এছাড়া তার পায়ের আঙুলে ছেচড়িয়ে নিয়ে যাওয়ার মতো চিহ্ন রয়েছে। তিনি বলেন, সৌরভকে হত্যার পর সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন বলে অপপ্রচার চালায় হত্যাকারীরা। পরে আঘাতের ধরন এবং ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য সৌরভের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেইসাথে খুনিদের শনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।

৪৯ পড়েছেন