• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পরকীয়ার সন্দেহে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪
পরকীয়ার সন্দেহে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পরকীয়ার সন্দেহে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Sharing is caring!

স্ত্রীর সাথে পরকীয়ার সন্দেহে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা।

সোমবার (৪ নভেম্বর) গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকার আজিজুল মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত হলেন- দিনাজপুরের হাকিমপুর উপজেলার পলিবটতলী এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে আশরাফুল ইসলাম (৩০)। তিনি এসএস ফ্যাশন নামে একটি মিনি পোশাক কারখানার মালিক।

পুলিশ ও এলাকাবাসী জানান, শ্রীপুর উপজেলার কেওয়া চন্নাপাড়া এলাকায় নিজের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আজিজুল হক (৩০)। তিনি রাজমিস্ত্রির কাজ এবং তার স্ত্রী তাসলিমা খাতুন (২৮) একটি মিনি পোশাক কারখানায় চাকরি করে। তাসলিমার সঙ্গে কারখানার মালিক আশরাফুল ইসলামের সম্পর্ক গড়ে ওঠে। সকালে আজিজুল কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যায়। পরে এক-দেড় ঘণ্টা পর সে বাসায় ফিরে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ দেখে। এ সময় ডাকাডাকি করলে তার স্ত্রী দরজা খুলে দেয়। পরে আজিজুল ঘরের ভেতর ঢুকে তার স্ত্রী ও কারখানার মালিক আশরাফুল ইসলামকে দেখতে পায়। এতে উত্তেজিত হয়ে আজিজুল বটি দা দিয়ে তার স্ত্রী তাসলিমা ও আশরাফুলকে কুপাতে থাকে। এক পর্যায়ে আশরাফুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় তাসলিমা গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর আজিজুল হক পলাতক। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আজিজুল হক (৩০), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

৫২ পড়েছেন