Sharing is caring!
ডেস্ক রির্পোট: যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন। এই বিজয়ের মধ্যদিয়ে তিনি হতে যাচ্ছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট। সবশেষ তথ্য অনুযায়ি, ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭টি। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট। সবশেষ ফলাফলে দেখা যায়, ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৫৩ ভোট। বিপরীতে কমলা পেয়েছেন ৬ কোটি ৫৮ লাখ ৮ হাজার ৬২৮ ভোট। নির্বাচনের আগে প্রায় সব বুথফেরত সমীক্ষাই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে এগিয়ে রেখেছিল। কিন্তু ভোট গণনায় দেখা যায়, প্রথম থেকেই এগিয়ে ট্রাম্প। সেই তুলনায় অনেকটাই পিছিয়ে ছিলেন কমলা। ট্রাম্প ২০১৬ সালে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ‘আমেরিকাকে আবারও মহান করার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বিশ্বব্যাপী করোনভাইরাস মহামারির সময় ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। এর প্রায় দুই বছর পর আবারও প্রচারণার নামেন ট্রাম্প ফলাফল ঘোষণার আগেই ট্রাম্প ফ্লোরিডায় তার সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন ‘আমরা সবচেয়ে অবিশ্বাস্য রাজনৈতিক বিজয় অর্জন করেছি।’ এ সময় পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এদিকে সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রিপাবলিকানস পার্টি। নিবার্চনের মূল ভোট গণনা শেষ হওয়ার আগেই দলটির প্রার্থীদের প্রাপ্ত ভোটের ব্যবধানে তাদের জয় নিশ্চিত হয়ে যায়। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, রিপাবলিকানসরা এখন পর্যন্ত সিনেটে ৫১টি আসনে জয়লাভ করেছে। অপরদিকে, ডেমোক্র্যাটসরা পেয়েছে ৪২টি আসন। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানসরা আরও কিছু রাজ্যে জয়ের আশা করছে। ফলে সিনেটে তাদের আসন আরও বাড়তে পারে। অন্যদিকে হাউস অব রিপ্রেজেনটেটিভসে রিপাবলিকানস পেয়েছে ১৯৪টি আর ডেমোক্র্যাটস পেয়েছে ১৭৩টি আসন। সূত্র: সিএনএন
৪১ পড়েছেন