• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে ৬ ট্রাক চোরাই চিনিসহ গ্রেপ্তার এক

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪
সিলেটে ৬ ট্রাক চোরাই চিনিসহ গ্রেপ্তার এক

Sharing is caring!

সিলেট এইজ: সিলেটে চেকপোস্ট বসিয়ে ছয়টি ট্রাক থেকে ৬৯০ বস্তা চোরাই চিনি জব্দ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ। এ সময় একজনকে আটক করা হয়। বুধবার (৬ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসএমপি। এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছয়টি ট্রাকে ৬৯০ বস্তায় ৩৩ হাজার ৮৭০ কেজি ভারতীয় চিনির সঙ্গে ৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। বাজারদর অনুযায়ী এসবের মূল্য ৪১ লাখ ১৭ হাজার ২০০ টাকা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যাশনাল টি-গার্ডেনের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে ছয়টি ট্রাক থামিয়ে তল্লাশি করে চোরাই চিনি পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। এ সময় চালক ও হেলপাররা কৌশলে পালিয়ে গেলেও মো. হাসান নামে এক হেলপারকে আটক করা হয়। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদিপুর গ্রামে। এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক হাসানকে গ্রেপ্তার দেখিয়ে এবং পাঁচটি ট্রাকের চালককে আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে।

৪৩ পড়েছেন