• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট মহানগরীর ১০নং ওয়ার্ডে আনজুমানে খেদমতে কুরআনের ঢেউটিন বিতরণ

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২২
সিলেট মহানগরীর ১০নং ওয়ার্ডে আনজুমানে খেদমতে কুরআনের ঢেউটিন বিতরণ

Sharing is caring!

সিলেট এইজ ডেস্ক: দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস্ উন নূর বলেছেন, সিলেটের ইতিহাসে সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি হতদরিদ্র মানুষ এখনো কাটিয়ে উঠতে পারেনি। দেশে শীত পড়তে শুরু করেছে। এতে বসতঘর বিধ্বস্ত হওয়া অসহায় দরিদ্র মানুষের দুর্ভোগ কয়েকগুন বেড়ে যাচ্ছে। মানবতার কল্যানে কাজ করার মানসিকতা নিয়ে সামর্থ অনুযায়ী সকলেরই এগিয়ে আসা উচিত। এতে সুবিধাবঞ্চিত মানুষের উপকার হবে এবং পারস্পরিক বন্ধন সুর্দঢ় হবে। তিনি বৃহস্পতিবার নগরীর ১০নং ওয়ার্ডের কলাপাড়া ডহর এলাকায় আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ত্রান ও পুনর্বাসন প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র মানুষের গৃহ নির্মান ও মেরামতের জন্য ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট সমাজসেবী ও ১০ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল হাকিমের সভাপতিত্বে ও আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের সহকারী সেক্রেটারী ড. মাওলানা এ এইচ এম সোলাইমানের পরিচালনায় অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের সহকারী সেক্রেটারী নুরুল আলম, দাওয়া বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন, আব্দুল জলিল ও পারভেজ আহমদ। অনুষ্ঠানে আন্জুমানের নেতৃবৃন্দ ছাড়া এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৬১৪ পড়েছেন