Sharing is caring!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো: তরিকুল ইসলাম। সোমবার (১১ নভেম্বর) তিনি এখানে যোগদান করেন। এর আগে তিনি ছিলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে চাকুরী করলেও পূণ্যভূমি সিলেট বিভাগেই এই প্রথম। হযরত শাহ জালাল (রহ:)সহ ৩৬০ আউলিয়াগণ যে মাটিতে ঘুমিয়ে আছেন সে মাটি পূণ্যভূমি উল্লেখ করে তিনি বলেন, এ পূর্ণভুমিতে সঠিক ভাবে তিনি তার দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। গত মঙ্গলবার প্রথম কার্য দিবসে দুপুরে ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে তাঁর কার্যালয়ে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারী প্রতিটি কাজে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। এ জন্য তিনি ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সকল সাংবাদিকদের সহযোগিতা চান। এসময় ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সদস্য মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিক, নাজমুল ইসলাম ও লুৎফুর রহমান শাওন, সাংবাদিক মীর আমান উপস্থিত ছিলেন।
৩২ পড়েছেন