Sharing is caring!
আখাউড়া স্থলবন্দর এলাকায় যুবলীগ নেতার আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তপন ঘোষ মুন্সিগঞ্জের শ্রীনগর থানার কবুতর খোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে।
স্থানীয়রা জানান, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইদন মিয়ার মালিকানাধীন স্থলবন্দর এলাকায় সীমান্ত আবাসিক হোটেলে ১৭ নভেম্বর একটি রুম ভাড়া নেয় তপন। মঙ্গলবার রাতে কোনো এক সময় হোটেলের সিলিং ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে সকালে হোটেল ম্যানেজার কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি (তদন্ত) ছবির উদ্দিন।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) ছবির উদ্দিন বলেন, ময়নাতদন্তের মরদেহ হাসপাতালে পাঠানোর হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে থানায় আনা হয়েছে।
২১ পড়েছেন