• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আমি নিজেই দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছি না

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪
আমি নিজেই দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছি না

Sharing is caring!

আমি নিজেই দেখি দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছি না।

যার সঙ্গে ছবিতে কাজ করার জন্য মুখিয়ে থাকেন এপার-ওপার বাংলার নায়িকারা। তার অভিনীত ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ নিয়ে হয়েছে বেশ আলোচনা।তিনি ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খান।

এই তিনটি ছবির অভিনয় করেছেন যথাক্রমে ওপার বাংলার ইধিকা পাল, আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি, টলিউডের মিমি চক্রবর্তী।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘দরদ’র বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যেখানে এই নায়কের সঙ্গে সিনেমাটি দেখতে আসেন চিত্রনায়ক সিয়াম, পূজা চেরী, পরিচালক অনন্য মামুন, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়ার মতো তারকারা।

সম্প্রতি তার মুক্তি পাওয়া ‘দরদ’ সিনেমাটিতেও বলিউডের সোনাল চৌহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গিয়েছে। মোট কথা এই নায়কের সঙ্গে অভিনয় করতে জন্য মুখিয়ে থাকেন দুই বাংলার নায়িকারাই। তবে এবার এক ভিন্ন কথা শুনালেন এই নায়ক। এই নায়ক নিজেই নাকি দেশি নায়িকাদের শিডিউল ঠিকঠাক পাচ্ছেন না!

সেখানেই বিদেশি নায়িকাদের সাথে কাজ করা প্রসঙ্গে শাকিব বলেন, আমি নিজেই দেখি দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছি না। যেহেতু বছরের দুই তিনটা ছবি করি, তাই আমার শিডিউলও বেশি লাগে। কিন্তু আমাদের যারা দেশি নায়িকা আছে, তারা অনেক বেশি কাজ করে, এজন্য তাদের ব্যস্ত থাকতে হয়। তাদের শিডিউল পেলেই আবার কাজ করা হবে।

অনন্য মামুন পরিচালিত সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমাটিতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান। এতে আরও অভিনয় করেছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

৩২ পড়েছেন