• ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট নগরীতে সবরকমের ভাড়ায় চালিত যানবাহনের ভাড়া নির্ধারণ প্রয়োজন

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪
সিলেট নগরীতে সবরকমের ভাড়ায় চালিত যানবাহনের ভাড়া নির্ধারণ প্রয়োজন

Sharing is caring!

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৫.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২৯তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট মহানগরীর রিক্সাসহ সবধরণের ভাড়ায় চালিত যানবাহনের ভাড়া নিয়ে আশষ্কা ও উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের আলোকে আগামী ২৭ নভেম্বর বুধবার মহানগরীর সর্বপ্রকার ভাড়ায় চালিত যানবাহনের ভাড়া নির্ধারণ ও যত্রতত্র অবৈধ গাড়ি পার্কিংয়ের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবীতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়। পাশাপাশি আগামী ২৫ নভেম্বর সোমবার সংস্থাগুলোর আয়োজনে ক্ষতিগ্রস্ত বন্যার্তদের সাহায্যর্তে সংগ্রহকৃত ২ লক্ষ ৪৯ হাজার ৩৯৬ টাকা মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজে বিকাল ২.৩০ ঘটিকায় অর্থ বিতরণের জন্য ১১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

সভায় আলোচনাকালে বক্তারা বলেন, সিলেট মহানগরীর ভাড়াচালিত সর্বপ্রকার যানবাহনের চালকের কাছে পর্যটক সহ সাধারণ জনগণ জিম্মি হয়ে আছে। সিএনজিচালিত অটোরিকশার চাকা ঘুরলেই দিতে হয় ১০০ টাকা। আর রিকশায় উঠে ৫০০ গজ পাড়ি দিলেই ভাড়া ২০ টাকা। দূরত্ব একটু বেশি হলেই ভাড়া বেড়ে যায় কয়েক গুণ। ইচ্ছামতো ভাড়া না পেলে যেতে রাজি হন না চালকরা। এ নিয়ে প্রতিদিনই চালক ও যাত্রীদের মধ্যে বাকবিতন্ডা লেগেই আছে। সাধারণ মানুষ ভাড়ার জন্য বিভিন্ন জায়গায় হেনস্তার শিকার হচ্ছেন। ভাড়া নির্ধারণ করে কোনো যাত্রী যানবাহনে উঠলেই অহেতুকভাবে চালকরা তিন-চারগুণ ভাড়া দাবি করে বসে। চালকদের অসৌজন্যমূলক আচরণের ভয়ে অনেকেই বাড়তি ভাড়া দিতে বাধ্য হন। এ অবস্থা থেকে মহানগরবাসী মুক্তি চায়। শীঘ্রই সিলেট মহানগরীর ভাড়ায় চালিত সর্বপ্রকার যানবাহনের ভাড়া নির্ধারণ করা প্রয়োজন। বক্তারা আরো বলেন, প্রশাসনের অবহেলায় সিলেট মহানগরী অবৈধ পার্কিংয়ের শহরে পরিণত হয়েছে। অবৈধ পার্কিং সিলেট মহানগরীর অনেক বড় সমস্যায় পরিণত হয়েছে। যত্রতত্র গাড়ি পাকিংয়ের ফলে মহানগরীর প্রতিটি রাস্তায় তীব্র যানজটে পরিপূর্ণ। যানজটের কারণে ১০ মিনিটের জায়গায় অনেক সময় লেগে যায়। অবৈধ পাকিং নিরসনে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথভাবে কঠোর কার্যকর পদক্ষেপ গ্রহন করার জোর দাবি জানানো হয়।

জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সভাপতি আব্দুস সোবহান আজাদ, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গনেন্দ্র চন্দ্র দাস দেশমুখ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহ্ উদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সাজু, সহ-সাংগঠনিক সম্পাদক দিপক কুমার মোদক বিলু, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক পিযোষ মোদক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া ও সদস্য উসমান আলী।

২২ পড়েছেন